ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

জয়েও খুশি নন ফাহমিদুল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, সেপ্টেম্বর ৯, ২০২৫
জয়েও খুশি নন ফাহমিদুল

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচে গোলের সূচনা করা ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম সন্তুষ্ট নন শুধুই জয়ে।

তার আক্ষেপ, দলটি মূলপর্বে জায়গা করে নিতে না পারায়।

ম্যাচ শেষে নিজের হতাশার কথা জানিয়ে ফাহামেদুল বলেন, “ভালো লাগছে, তবে আমি খুশি নই, কারণ আমরা কোয়ালিফাই করতে পারিনি। এটা আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই দলের সেটি (মূলপর্বে খেলা) প্রাপ্য ছিল। আমরা সত্যিই কঠোর পরিশ্রম করেছি। এই দল ৪০ দিন আগে থেকে অনুশীলন শুরু করেছে, তাই জয়টা প্রাপ্য ছিল। দুর্ভাগ্যবশত আমরা কোয়ালিফাই করতে পারিনি। তবে এটা খেলারই অংশ, ইনশাআল্লাহ পরের বার হবে। ”

বাংলাদেশ প্রথম দুই ম্যাচ হেরে বাছাইপর্ব থেকে ছিটকে গিয়েছিল। প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে পরিকল্পনা কাজে না লাগায় ভুগতে হয়েছে বলে মন্তব্য করেন তরুণ এই মিডফিল্ডার। তিনি বলেন, “প্রথম ম্যাচে আমাদের পরিকল্পনা সফল হয়নি। তাই ভিয়েতনামের বিপক্ষে ভুগতে হয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের বিপক্ষে জয় আমাদের প্রাপ্য ছিল। দুর্ভাগ্যবশত আমরা পাইনি। আর এই ম্যাচে আমরা দেখিয়েছি যে আমরা উন্নতি করেছি। ”

শেষ ম্যাচে ফাহামেদুলের গোলেই শুরু হয়েছিল বাংলাদেশের দুর্দান্ত প্রত্যাবর্তন। এরপর আল আমিন, মুর্শেদ আহমেদ ও অধিনায়ক শেখ মোরসালিনের গোলে বড় জয় নিশ্চিত হয়। তবে এই আনন্দের মাঝেও ফাহামেদুল মনে করিয়ে দিলেন, প্রকৃত সাফল্য হতো যদি বাংলাদেশ মূলপর্বে জায়গা করে নিতে পারত।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।