ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

কাঠমান্ডুর অস্থিরতায় আটকে গেল বাংলাদেশ দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, সেপ্টেম্বর ৯, ২০২৫
কাঠমান্ডুর অস্থিরতায় আটকে গেল বাংলাদেশ দল

নেপালের রাজধানী কাঠমান্ডুর অস্থির পরিস্থিতির কারণে আজ (৯ সেপ্টেম্বর) নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরতে পারেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিকেল তিনটার ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও দুপুর গড়িয়ে গেলেও হোটেল ছাড়তে পারেননি জামাল ভূঁইয়ারা।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। দলের ফেরার বিষয়ে পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে।

সাধারণত আন্তর্জাতিক ফ্লাইট ধরতে যাত্রীদের অন্তত দুই ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হয়। কিন্তু কাঠমান্ডুর সড়কে চলমান বিক্ষোভ ও আন্দোলনের কারণে নিরাপত্তাজনিত শঙ্কায় দলকে হোটেল থেকে বের হওয়ার অনুমতি দেয়নি নেপাল ফুটবল ফেডারেশন (আনফা)।

দলের সঙ্গে থাকা সাবেক ফুটবলার ও বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেন বলেন, ‘রাস্তায় ব্যাপক আন্দোলন চলছে। আনফা কোনো প্রোটোকলের ব্যবস্থা করতে পারছে না। শুনছি বিমানবন্দরও আংশিকভাবে বন্ধ। আপাতত খেলোয়াড়রা হোটেলেই নিরাপদে অবস্থান করছে। ’

ম্যানেজার আমের খানও একই কথা জানান, ‘কাঠমান্ডুর পরিস্থিতি ভালো নয়। আমরা হোটেলেই আছি। কখন দেশে ফেরা সম্ভব হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত নই। ’

এর আগে সকালে ফ্লাইটের টিকিট নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ দল হোটেল চেক-আউট করে লবিতে লাগেজ নিয়ে অপেক্ষা করছিল। কিন্তু বৈরী পরিস্থিতির কারণে আজকের ফ্লাইটে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে ম্যাচ বাতিল হওয়ায় বাংলাদেশ দল আগেভাগেই আজই দেশে ফেরার পরিকল্পনা করেছিল। এজন্য ফ্লাইট রিশিডিউলও করা হয়েছিল। তবে ফিরতে না পারলে আবারও নতুন করে ৩৩টি টিকিট কাটতে হবে বাফুফেকে। হোটেলে অবস্থান দীর্ঘ হলে সেখানেও নতুন ব্যবস্থা নিতে হবে।

ঢাকার বাফুফে সদর দপ্তর থেকে জানানো হয়েছে, দলকে দ্রুত দেশে ফেরাতে নেপাল ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আলোচনা চলছে।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।