ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ফুটবল

সেই গোৎজে নেই জার্মান স্কোয়াডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, মে ১৫, ২০১৮
সেই গোৎজে নেই জার্মান স্কোয়াডে জার্মানির ফুটবল দল

রাশিয়া বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে জার্মানি। দলে ইনজুরি আক্রান্ত বায়ার্ন মিউনিখের গোলকিপার মানুয়েল নয়্যারকে রাখা হলেও দল থেকে বাদ পড়েছেন ইঞ্জুরি আক্রান্ত লিভারপুল তারকা এমরি চান।

তবে জার্মান কোচ জোয়াকিম লো সবচেয়ে বড় চমক দিয়েছেন ব্রাজিল বিশ্বকাপজয়ী তারকা মারিও গোৎসেকে বাদ দিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে গত বিশ্বকাপের ফাইনালে জয়সূচক একমাত্র গোলটি করে জার্মানিকে শিরোপা এনে দেন গোৎজে।



মঙ্গলবার (১৫ মে) জার্মানির ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন জোয়াকিম লো । দলে বায়ার্ন তারকা নয়্যার ছাড়াও আছেন বরুশিয়া ডর্টমুন্ডের উইঙ্গার মার্কো রিউস।  অভিজ্ঞ স্ট্রাইকার মারিও গোমেসের সঙ্গে দলে ডাক পেয়েছেন তরুণ স্ট্রাইকার টিমো ওয়ার্নার।

বিশ্বকাপে জার্মানির ২৭ সদস্যের প্রাথমিক দল:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, বার্ন্ড লেনো, মার্ক-আন্দ্রে টের স্টেগান, কেভিন ট্র্যাপ।

রক্ষণভাগ: জেরোমে বোয়েটাং, ম্যাথিয়াস গিন্টার, জোনাস হেক্টর, ম্যাটস হামেলস, জশুয়া কিমিচ, মারভিন প্ল্যাটানহার্ডট, অ্যান্টনিও রুডিগার, নিকোলাস সুলে, জোনাথান টাহ।

মধ্যমভাগ: ইউলিয়ান ব্রান্ডট, ইউলিয়ান ড্রেক্সলার, লিওন গোরেৎজকা, ইলকে গুন্ডুগান, সামি খেদিরা, টনি ক্রুস, মেসুত ওজিল, মার্কো রিউস, সেবাস্টিয়ান রুডি, লেরয় সানে।

আক্রমণভাগ: থমাস মুলার, নিলস পেটারসেন, টিমো ওয়ার্নার, মারিও গোমেজ।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ১৫ মে, ২০১৮
এমএইচএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।