ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

প্রথম মৌসুমেই ফ্রেঞ্চ ফুটবলের বর্ষসেরা নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৭, মে ১৪, ২০১৮
প্রথম মৌসুমেই ফ্রেঞ্চ ফুটবলের বর্ষসেরা নেইমার নেইমার-ছবি: সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেইয়ে পাড়ি দিয়ে প্রথম মৌসুমেই বাজিমাত করলেন নেইমার। ক্লাব সতীর্থ এডিনসন কাভানি ও কিলিয়ান এমবাপ্পেকে হটিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্ষসেরা পুরস্কারের খেতাব হাতে তুললেন বার্সেলোনা থেকে বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে আসা এই তারকা।

রোববার রাতে নেইমারের হাতে পুরস্কার তুলে দেন তারই জাতীয় দল ব্রাজিলের সাবেক কিংবদন্তি রোনালদো। এ সময় নেইমার কালো ও সোনালী রঙের মিশ্রনে একটি আভিজাত জ্যাকেট পড়ে এসেছিলেন।

ছবি: সংগৃহীতগত ২৫ ফেব্রুয়ারি থেকে অবশ্য নেইমার মাঠে বাইরে রয়েছেন। লিগের ম্যাচে মার্শেইর বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুর চোটে পড়েন। তবে এর আগে লিগে ২০ ম্যাচে ১৯ গোল করে পুরস্কারটির দাবিদার হয়ে ওঠেন।

পুরস্কার জয়ের পর তারকা এ স্ট্রাইকার বলেন, ‘আমার সকল সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা রইল। এমন একটি মৌসুম শেষ করতে পেরে আমি খুবই খুশি ও সম্মানীত। আসলে সতীর্থদের ছাড়া এই পুরস্কার আমার কখনোই জেতা হতো না। ’

এ মৌসুমে উনাই এমরির অধীনে পিএসজি লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধান করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ১৪ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।