ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ফুটবল

বক্সিং রিংয়ে নামছেন রিও ফার্দিনান্দ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৩, সেপ্টেম্বর ১৯, ২০১৭
বক্সিং রিংয়ে নামছেন রিও ফার্দিনান্দ ছবি:সংগৃহীত

বক্সিং রিংয়ে নামতে যাচ্ছেন ইংল্যান্ডে সাবেক ফুটবলার রিও ফার্দিনান্দ। জাতীয় দলের হয়ে ৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফার্দিনান্দ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে সংখ্যাটা ৩০০র বেশি। বরাবরই বক্সিং ভাল লাগে ফার্দিনান্দের।

জিমে নিয়মিত বক্সিং অনুশীলনও করেন। সবকিছু ঠিকঠাক চললে আগামী ২ মাসের মধ্যেই পেশাদার বক্সিংয়ে নেমে পড়বেন ফার্দিনান্দ।

২০১৫ বুট তুলে রাখার পর ফুটবল বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন নিয়মিত।  

অতীতে শেফিল্ড ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড কার্টিস উডহাউস ২০১২ সালে বক্সিংয়ের খেতাব জিতেছিলেন। ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফও পেশাদার বক্সিং শুরু করেছেন। এবার তালিকায় যোগ হচ্ছে রিও ফার্দিনান্দের নাম।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।