ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ফুটবল

পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, জুলাই ১৪, ২০২৫
পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি সংগৃহীত ছবি

ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়ে ইতিহাস গড়ল চেলসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮১ হাজারেরও বেশি দর্শকের সামনে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি।

ম্যাচের নায়ক কোল পালমার প্রথমার্ধেই করেছেন জোড়া গোল এবং করিয়েছেন একটি।

প্রথমার্ধেই খেলা শেষ করে দেয় চেলসি। ২২তম ও ৩০তম মিনিটে দুইটি দৃষ্টিনন্দন বাম পায়ের শটে গোল করেন কোল পালমার। দু’বারই পেনাল্টি বক্সের কিনারা থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান এই তরুণ ইংলিশ মিডফিল্ডার। ৪৩তম মিনিটে তার থ্রু পাস থেকেই নিখুঁত চিপে গোলরক্ষক দোন্নারুম্মাকে পরাস্ত করেন হুয়াও পেদ্রো।

ম্যাচ শেষে 'ম্যান অব দ্য ম্যাচ' পালমার বলেন, “অসাধারণ এক অনুভূতি। তারচেয়েও ভালো লাগছে এই কারণে যে, অনেকে আমাদের নিয়ে সন্দিহান ছিল। কিন্তু আমরা জানতাম, শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেই জিততে হবে। ”

২৩ বছর বয়সী পামার মাত্র দুই বছর আগে ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দেন। এবারের মৌসুমে ১৮টি গোল করে শুরু থেকেই ছিলেন দুর্দান্ত ছন্দে।

উত্তেজনা, লাল কার্ড ও বিশৃঙ্খলা

৮৪তম মিনিটে চেলসির মার্ক কুকুরেয়ার চুল ধরে টেনে ধরার কারণে সরাসরি লাল কার্ড দেখেন পিএসজির মিডফিল্ডার হুয়াও নেভেস। ম্যাচের শেষদিকে উত্তেজনা চরমে ওঠে—পিএসজি কোচ লুইস এনরিক এবং গোলরক্ষক দোন্নারুম্মা মিলে পেদ্রোকে ধাক্কা দিলে দুই দলের খেলোয়াড়দের থামাতে রেফারি ও স্টাফদের হস্তক্ষেপ করতে হয়।

কোয়াড্রুপলের স্বপ্ন ভাঙল, চেলসি আবার চ্যাম্পিয়ন

চ্যাম্পিয়নস লিগ, লিগ ১ এবং কাপ দে ফ্রান্স জিতে মৌসুমে ট্রেবল নিশ্চিত করেছিল পিএসজি। ফাইনালের আগে তারা টুর্নামেন্টে প্রতিপক্ষদের ১৬-১ গোল ব্যবধানে পরাজিত করেছিল। কিন্তু চেলসির বিপক্ষে একেবারেই অসহায় লেগেছে ফরাসি চ্যাম্পিয়নদের।

এই জয়ে চেলসি তাদের দ্বিতীয় ক্লাব বিশ্বকাপ জয় করল। আগেরটি আসে ২০২১ সালে সাত দলের আসরে। এবার আরও বড় মঞ্চে শিরোপা জিতে চেলসি পেয়েছে অংশগ্রহণ ফিসহ ১২৮.৪ থেকে ১৫৩.৮ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার অর্থ।

প্রস্তুতি আগেই বলেছিল অনেক কিছু

পিএসজির চেয়ে একদিন বেশি বিশ্রাম পেয়েছিল চেলসি, যা মাঠের পারফরম্যান্সে স্পষ্ট ধরা পড়ে। ইংলিশ ক্লাবটির পায়ে ছিল ধার, গতি ও পরিকল্পনার ছাপ। অন্যদিকে, একদিন কম বিশ্রামে নেমে খানিকটা ক্লান্তই মনে হয়েছে পিএসজিকে।

চেলসি প্রিমিয়ার লিগে এই মৌসুমে চতুর্থ হয়ে শেষ করেছে এবং ইউরোপা কনফারেন্স লিগ জিতেছে। নতুন মৌসুম শুরুর আগে এই জয় তাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে নিয়ে যাবে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ