ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ফুটবল

মেসির জাদুতে মায়ামির দুর্দান্ত কামব্যাক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, জুলাই ৬, ২০২৫
মেসির জাদুতে মায়ামির দুর্দান্ত কামব্যাক লিওনেল মেসি/সংগৃহীত ছবি

ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েই আবার মেজর লিগ সকারে (এমএলএস) ফিরে এল ইন্টার মায়ামি। আর সেই ফেরাটা যেন রাঙিয়ে তুললেন লিওনেল মেসি।

দুর্দান্ত দুই গোল করে দলকে ৪-১ ব্যবধানে জেতালেন মন্ট্রিয়ালের বিপক্ষে।

গত এক মাসের বেশি সময় পর এমএলএসে ফিরল ইন্টার মায়ামি। ক্লাব বিশ্বকাপে প্রথম রাউন্ড পার করলেও শেষ ষোলোতে প্যারিস সেন্ট জার্মেইর কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা।  

তবে সে ধাক্কা সামলে নিয়ে, লিগে ফেরার ম্যাচে খেলোয়াড়রা দেখালেন ফুরফুরে ফর্ম—বিশেষ করে মেসি।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই অবশ্য ভুল করেছিলেন মেসি নিজেই। তার ব্যাকপাস কুড়িয়ে নিয়েই গোল করেন মন্ট্রিয়ালের প্রিন্স ওউসু। তবে এরপর ম্যাচ পুরোপুরি নিজের করে নেন আর্জেন্টাইন মহাতারকা।

৩৩ মিনিটে মেসির পাস থেকেই দারুণ এক চিপ শটে গোল করেন তাদেও আলেন্দে। আর ৪০ মিনিটে মেসি দেখালেন পুরনো সেই জাদু—বক্সের ডান পাশ দিয়ে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের বাঁকানো শটে বল জড়ান ফার পোস্টে।

৬০ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন তেলাসকো সেগোভিয়া। তার দূরপাল্লার শট পোস্টে লেগে গোললাইন পেরোয়।

তার মাত্র দুই মিনিট পরই আবারও মেসির ম্যাজিক! চারজন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক একক দৌড়ে গোল করে স্কোরলাইন করেন ৪-১।

এই নিয়ে শেষ চারটি এমএলএস ম্যাচে মেসির গোল ৭টি, পুরো মৌসুমে ১৪ ম্যাচে ১২ গোল।

মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে বলেন, “মেসি খুশি থাকলেই ফুটবল জাদুকরি হয়ে ওঠে। ও ফিট থাকলে অবশ্যই খেলবে। আমরা জানি, ওর উপস্থিতি আমাদের জন্য বাড়তি সুবিধা, আর সেটা পুরোপুরি কাজে লাগাতে চাই। ”

৩২ পয়েন্ট নিয়ে বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ষষ্ঠ স্থানে আছে ইন্টার মায়ামি। জুলাইয়ের বাকি সময়ে দলকে খেলতে হবে আরও পাঁচটি ম্যাচ।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।