ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

ফুটবল

ইসরায়েলকে বহিষ্কারের দাবি ইতালির ফুটবল কোচদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, আগস্ট ২২, ২০২৫
ইসরায়েলকে বহিষ্কারের দাবি ইতালির ফুটবল কোচদের সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে ইতালির জাতীয় ফুটবল দল।  

তবে এর আগেই ইতালিয়ান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন (এআইএসি) যুদ্ধবিধ্বস্ত গাজা পরিস্থিতির কারণে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িকভাবে স্থগিত করার আহ্বান জানিয়েছে।

আগামী দুই মাসে নির্ধারিত ম্যাচগুলো সামনে রেখে এআইএসি এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলকে থামতেই হবে। ফুটবলকেও পদক্ষেপ নিতে হবে। ’

এআইএসি ইতালিয়ান ফুটবল ফেডারেশনের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে, যা ইউরোপীয় ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও ফিফা-তে পাঠানো হবে।  

চিঠিতে বলা হয়েছে, ‘এআইএসি বোর্ড সর্বসম্মতিক্রমে মনে করে, প্রতিদিনের হত্যাযজ্ঞ—যা ম্যানেজার, কোচ ও অ্যাথলেটসহ শত শত প্রাণ কেড়ে নিয়েছে—এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে ক্রীড়া প্রতিযোগিতা থেকে সাময়িক বহিষ্কারের অনুরোধ জানানো বৈধ, প্রয়োজনীয় এবং আসলে একটি কর্তব্য। ’

চিঠিতে আরও যোগ করা হয়, ‘অতীতের বেদনা যেন কারও বিবেক ও মানবতাকে অন্ধ না করে। ’

ইতালি আগামী ৮ সেপ্টেম্বর নিরপেক্ষ ভেন্যু হাঙ্গেরির ডেব্রেসেন-এ ইসরায়েলের মুখোমুখি হবে। এরপর ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ অনুষ্ঠিত হবে ইতালির উদিনে শহরে।

এআইএসি সহ-সভাপতি জিয়ানকার্লো কামোলেসে বলেছেন, ‘আমরা চাইলে শুধু খেলা নিয়েই ভাবতে পারতাম, অন্যদিকে তাকাতে পারতাম। কিন্তু আমরা বিশ্বাস করি, তা সঠিক হবে না। ’

গত অক্টোবরেও উদিনেতে নেশন্স লিগ ম্যাচে ইসরায়েলের বিপক্ষে খেলেছিল ইতালি। সে সময় ম্যাচের আগে ও চলাকালে প্রতিবাদ হয়েছিল এবং স্টেডিয়ামের ছাদে স্নাইপারসহ কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

এ সময়ের মধ্যে গাজা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। চলতি মাসের শুরুতে জানা যায়, ২২ মাসের যুদ্ধে ফিলিস্তিনিদের মৃত্যু সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে।

এআইএসি’র সহ-সভাপতি ফ্রান্সেসকো পেরোন্ডি বলেন, ‘পৃথিবী জ্বলছে। ফিলিস্তিনিদের মতো অনেক মানুষ ভুগছে। উদাসীন থাকা একেবারেই গ্রহণযোগ্য নয়। ’

সম্প্রতি জার্মান ট্যাবলয়েড বিল্ড জানিয়েছে, বুন্দেসলিগা ২-এর ক্লাব ফরচুনা ডুসেলডর্ফ ইসরায়েলি আন্তর্জাতিক স্ট্রাইকার শন ওয়েইসম্যান-কে চুক্তিবদ্ধ করার পরিকল্পনা বাতিল করেছে। কারণ, গাজা যুদ্ধ নিয়ে তার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।