ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

ফুটবল

নতুন কোচ চূড়ান্ত করল বসুন্ধরা কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, আগস্ট ২২, ২০২৫
নতুন কোচ চূড়ান্ত করল বসুন্ধরা কিংস

কাতারের দোহায় যখন মাঠে বসুন্ধরা কিংস সিরিয়ার আল কারামাহকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব নিশ্চিত করছিল, তার আগেই মাঠের বাইরে চলছিল কোচ সার্জিও ফারিয়াসকে ঘিরে নাটক। নতুন নিয়োগ পাওয়া এই ব্রাজিলিয়ান কোচকে নিয়ে ক্লাবের ভরসা থাকলেও তিনি আচরণে চরম অপেশাদারিত্ব দেখিয়ে বসেন।

মৌসুমের শুরুটা নির্ভরযোগ্য এক কোচের হাতে দিতে চেয়েছিল কিংস। ফারিয়াসের সঙ্গে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে দায়িত্বও বুঝিয়ে দেওয়া হয়। এমনকি কাতারে যোগ দেওয়ার জন্য তার টিকিটও পাঠানো হয়েছিল। তিনি সম্মতিও দেন, জানান ম্যাচের আগে ক্যাম্পে উপস্থিত থাকবেন। কিন্তু ঘটনাপ্রবাহ বদলে যায়। ফারিয়াস বিমানে চড়লেও গন্তব্য ছিল ভিন্ন। কাতারের পরিবর্তে তিনি চলে যান ইরাকের একটি ক্লাবে। কিংস জানতে পারে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে, যেখানে নিজেই নতুন ক্লাবের সঙ্গে ছবি শেয়ার করেন ফারিয়াস।

এমন আচরণ ক্লাবের জন্য যেমন অপমানজনক, তেমনি আন্তর্জাতিক ফুটবলের নিয়ম ভাঙার শামিল। ম্যাচের আগে হেড কোচের নাম জমা দেওয়া বাধ্যতামূলক, তা না মানলে বড় অঙ্কের জরিমানার শঙ্কা থাকে। শেষ পর্যন্ত সহকারী কোচদের দিয়েই দায়িত্ব সামলাতে হয় কিংসকে, যদিও পরিস্থিতি তাদের জন্য ছিল অস্বস্তিকর।

এরপর আর ঝুঁকি নেয়নি বসুন্ধরা কিংস। দ্রুতই নতুন কোচ খোঁজা শুরু করে এবং শেষ পর্যন্ত একজন লাতিন আমেরিকান কোচকে চূড়ান্ত করেছে তারা। আনুষ্ঠানিক ঘোষণা এখনও না আসলেও ক্লাব সূত্রে জানা গেছে তিনি আর্জেন্টিনার নাগরিক। ক্লাব সভাপতি ইমরুল হাসান নিশ্চিত করেছেন, মৌসুমের প্রথম ট্রফি চ্যালেঞ্জ কাপে তাকে দেখা যাবে। ১৫ সেপ্টেম্বর মোহামেডানের বিপক্ষে ফাইনাল ম্যাচেই নতুন কোচের অভিষেক ঘটবে।

দেশি-বিদেশি মিলিয়ে শক্তিশালী দল গড়েছে বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগ বাছাই পর্বেই তার প্রমাণ মিলেছে। এবার ঘরোয়া ফুটবলে নিজেদের আধিপত্য দেখানোর মঞ্চ তৈরি হয়েছে। কিংসের জন্য এ ম্যাচ শুধু একটি ট্রফি জয়ের লড়াই নয়, বরং প্রতিপক্ষকে বার্তা দেওয়ার সুযোগও বটে—তারা যতবারই বাধার মুখে পড়ুক, ঘুরে দাঁড়াতে জানে। গতবারের মতো এবারও লক্ষ্য শিরোপা জয়, তবে শুরু হচ্ছে নতুন কোচ ও নতুন অধ্যায়ের সঙ্গে।

তবে এখানেই শেষ নয় ফারিয়াস কাহিনি। তার বিরুদ্ধে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ করতে যাচ্ছে বসুন্ধরা কিংস। এক আন্তর্জাতিক ক্রীড়া আইনজীবীর সহায়তায় প্রস্তুত করা হচ্ছে আইনি নোটিশ। কারণ শুধু ভোগান্তিই নয়, ফারিয়াসের আচরণ ক্লাবের ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছে।

মাঠের সাফল্যের পাশাপাশি মাঠের বাইরেও পেশাদারিত্বে দৃঢ় থাকার বার্তাই দিচ্ছে বসুন্ধরা কিংস।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।