ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

ফুটবল

কেইনের হ্যাটট্রিকে দাপুটে জয় দিয়ে মৌসুম শুরু বায়ার্নের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, আগস্ট ২৩, ২০২৫
কেইনের হ্যাটট্রিকে দাপুটে জয় দিয়ে মৌসুম শুরু বায়ার্নের সংগৃহীত ছবি

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন হ্যাটট্রিক করলেন, আর তাতে ভর করে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগার মৌসুম শুরু করেছে আরবি লাইপজিগকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে।

ম্যাচের ২৭তম মিনিটে স্বাগতিকরা এগিয়ে যায়।

মাইকেল ওলিসে বল থেকে দূরপাল্লার শট নিয়ে জালের দেখা পান। গোলের পেছনে বড় ভূমিকা ছিল সার্জে জিন্যাব্রির, যিনি দুর্দান্ত বিল্ড-আপে জড়িত ছিলেন।

পাঁচ মিনিট পর আবারও জিনাব্রির পাস থেকে আসে গোল। অসাধারণ পাসিংয়ের পর তিনি বল বাড়ান লুইস দিয়াজকে, যিনি ক্রসবারের নিচে লাগিয়ে বুলেট শটে করেন নিজের প্রথম বুন্দেসলিগা গোল।

বিরতির আগে জিনাব্রি আবারও আলো ছড়ান। শট নেবেন ভেবে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ধোঁকা দিয়ে বল বাড়ান ওলিসেকে, যিনি জোরালো শটে দ্বিতীয়বার বল পাঠান জালে।

৬৪তম মিনিটে হ্যারি কেইন পান নিজের প্রথম গোল। দ্রুত পাল্টা আক্রমণে ভেতরে কাট করে ঠাণ্ডা মাথায় বল পাঠান পিটার গুলাচসির জালে।

এরপর লাইপজিগ একবার গোল উদযাপন করলেও, অ্যান্টোনিও নুসার শটটি বাতিল হয়ে যায়। কারণ, এর আগের ফ্রি-কিকটি নেওয়ার সময় বল গড়াচ্ছিল।

কেইন এরপর আরও একবার জ্বলে ওঠেন। বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জড়ান ফার পোস্টে, স্কোরলাইন দাঁড়ায় ৫-০।

৭৭তম মিনিটে সম্পন্ন করেন নিজের হ্যাটট্রিক। ক্লান্ত লাইপজিগ রক্ষণ তাকে আর সামলাতে পারেনি। ফাঁকায় বল পেয়ে সহজেই শেষ করেন কেইন, নিশ্চিত করেন বায়ার্নের দুর্দান্ত জয়।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।