ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ফুটবল

কাবরেরার পদত্যাগ দাবি করেছিলেন, এবার কমিটি থেকেই বাদ শাহীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, জুলাই ৪, ২০২৫
কাবরেরার পদত্যাগ দাবি করেছিলেন, এবার কমিটি থেকেই বাদ শাহীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন/সংগৃহীত ছবি

জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ দাবি করেছিলেন বাফুফে নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। এবার সেই শাহীনকেই জাতীয় দল কমিটি থেকে অব্যাহতি দেওয়া হলো।

শুক্রবার (৪ জুলাই) বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের স্বাক্ষরিত এক চিঠিতে শাহীনকে অব্যাহতির বিষয়টি জানানো হয়। যদিও চিঠিতে অপসারণের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে, তিনি নির্বাহী কমিটির সদস্য হিসেবে ফুটবল উন্নয়ন কার্যক্রমে যুক্ত থাকবেন, তবে জাতীয় দল কমিটিতে আর থাকছেন না।

জাতীয় দল কমিটি বাফুফের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি। এখান থেকেই জাতীয় দলের ম্যাচ পরিকল্পনা, কোচিং স্টাফ নিয়োগ ও পারফরম্যান্স মূল্যায়নের মতো বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয়। গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটিতে সদস্য সংখ্যা ৯ জন হলেও, সভাপতি তাবিথের সিদ্ধান্তে তা বেড়ে দাঁড়ায় ১২ জনে। শাহীন বাদ পড়ায় এখন সদস্যসংখ্যা ১১।

গত ১৪ জুন এক সংবাদ সম্মেলনে কোচ কাবরেরার পদত্যাগ দাবি করেছিলেন শাহীন। তার এমন অবস্থান বাফুফের অভ্যন্তরে অস্বস্তি তৈরি করে। অভিযোগ রয়েছে, তিনি নাকি বাফুফের ‘কোড অব কন্ডাক্ট’ ভঙ্গ করেছেন।

তবে এ নিয়ে প্রশ্নও উঠছে। কারণ এর আগেও কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ উঠেছে দুই নির্বাহী সদস্য—টিপু সুলতান ও মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধেও। টিপু একবার ম্যাচ রেফারি ছিনতাইয়ের অভিযোগ তোলেন, আর কিরণ নারী দলের কোচ ও অধিনায়কের দ্বন্দ্বে দায়িত্বশীল ভূমিকা না রেখে গোপনীয়তা ভঙ্গ করেন। তবু তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি বাফুফে।

অন্যদিকে, কোচ কাবরেরাকে ঘিরেও দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। তিনি তিন বছর ধরে জাতীয় দলের কোচ হলেও বড় সাফল্য বলতে কেবল সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর সেমিফাইনাল। ভারত, সিঙ্গাপুরসহ প্রতিদ্বন্দ্বী দলগুলোর কাছে পরাজয়, দল নির্বাচনে অস্বচ্ছতা, ম্যাচ চলাকালে হঠাৎ খেলোয়াড় বদল—সবকিছু মিলিয়ে সমালোচনা বেড়েই চলেছে।

প্রবাসী খেলোয়াড় হামজা চৌধুরি ও সামিত সোম দলে যোগ দিলেও কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি। ফলে হংকংয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচ কাবরেরার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আরও তীব্র হয়েছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।