ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ফুটবল

জোতার স্মরণে ২০ নম্বর জার্সিকে ‘অমর’ করে রাখলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, জুলাই ৪, ২০২৫
জোতার স্মরণে ২০ নম্বর জার্সিকে ‘অমর’ করে রাখলো লিভারপুল দিয়েগো জোতা লিভারপুলে ২০ নম্বর জার্সি পরে খেলতেন/সংগৃহীত ছবি

স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা। তার স্মৃতিকে সম্মান জানাতে লিভারপুল ঘোষণা দিয়েছে—জোতার ২০ নম্বর জার্সি ‘অমর’ করে রাখা হবে।

লিভারপুল এক বিবৃতিতে জানায়, “২০২৪–২৫ মৌসুমে লিভারপুলের ২০তম লিগ শিরোপা জয়ে অসামান্য অবদান রেখেছেন জোতা। এ মৌসুমে এভারটনের বিপক্ষে মার্চের মার্সিসাইড ডার্বিতে অ্যানফিল্ডের ‘কপ’-এর সামনে তার নিখুঁত ফিনিশিং ও চেনা  মুভে করা গোলটিই ছিল তার জীবনের শেষ গোল—যা হয়ে থাকবে চিরস্মরণীয়। ”

জোতার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। তার সঙ্গে গাড়িতে ছিলেন ছোট ভাই আন্দ্রে সিলভা (২৬), যিনি একই দুর্ঘটনায় প্রাণ হারান। দুই ভাইয়ের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব। বিভিন্ন দেশের ক্লাব, খেলোয়াড় এবং ভক্তরা শোকবার্তা ও শ্রদ্ধা জানাচ্ছেন।

পোর্তোয় জন্ম নেওয়া দিয়োগো জোতা পেশাদার ক্যারিয়ার শুরু করেন পাসোস দি ফেরেইরার যুব দল থেকে। ২০১৬ সালে যোগ দেন আতলেতিকো মাদ্রিদে। এরপর ধারে খেলেছেন পোর্তোয়, পরে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে। তবে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন লিভারপুলে।

ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুলে এফএ কাপ ও লিগ কাপ জেতার পর নতুন কোচ আর্নে স্লটের নেতৃত্বে ২০২৪–২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জেতে ক্লাবটি। জাতীয় দলেও তিনি ছিলেন উল্লেখযোগ্য—পর্তুগালের হয়ে ২০১৯ এবং ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

লিভারপুল তাদের ইতিহাসে এর আগে কোনো খেলোয়াড়কে সম্মান জানাতে জার্সি নম্বর আনুষ্ঠানিকভাবে ‘অবসর’ দেয়নি। জোতার ক্ষেত্রে সেই ব্যতিক্রম ঘটানোর দাবি জানাচ্ছেন ক্লাবের ভক্তরা। যদিও ক্লাব এখনও ‘অমর’ করার ব্যাপারটি কীভাবে বাস্তবায়ন করা হবে, তা বিস্তারিত জানায়নি।

জোতার জন্য এই শ্রদ্ধা কেবল তার ফুটবল প্রতিভার স্বীকৃতি নয়, বরং একজন প্রিয় সতীর্থ ও নিঃস্বার্থ পেশাদার হিসেবে তার জীবনের প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।