মাত্র দুই সপ্তাহ আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দিয়েগো জোটা। নতুন জীবনের শুরুতে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে আঙুলে আংটি পরা ছবিতে ফুটে উঠেছিল এক পরিপূর্ণ সুখী পরিবারের প্রতিচ্ছবি।
বিয়ের আনন্দ কাটিয়ে ওঠার আগেই জীবনের পথ থমকে গেল মর্মান্তিক এক দুর্ঘটনায়। স্পেনের জামোরা প্রদেশের সেরনাদিল্লা এলাকায় বৃহস্পতিবার ভোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২৮ বছর বয়সী এই লিভারপুল ফরোয়ার্ড। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন তার ছোট ভাই আন্দ্রে সিলভাও। দুজনকেই ঘটনাস্থলে মৃত ঘোষণা করে স্থানীয় উদ্ধারকারী দল।
মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবরটি। স্তব্ধ হয়ে যায় লিভারপুল, শোকগ্রস্ত পর্তুগাল। ক্রীড়াঙ্গনে নেমে আসে গভীর শোকের ছায়া। সামাজিক মাধ্যমে ফুটবল বিশ্ব জানাতে থাকে ভালোবাসা ও শ্রদ্ধা।
জোটার মৃত্যুতে মেনে নিতে পারছেন না পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘এটা অবিশ্বাস্য। এই তো আমরা জাতীয় দলে একসঙ্গে খেললাম, মাত্রই বিয়েটা করেছো তুমি। তোমার পরিবার, স্ত্রী ও সন্তানদের জন্য আমার গভীর সমবেদনা। জানি, তুমি সবসময় তাদের সঙ্গেই থাকবে। শান্তিতে ঘুমাও দিয়েগো ও আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব। ’
জুন মাসেই পর্তুগালের হয়ে নেশনস লিগ জয়ে অবদান রেখেছিলেন জোতা। মাঠের লড়াইয়ে দারুণ পারফর্ম করলেও, মাঠের বাইরেও ছিলেন সবার প্রিয়। তাই তার প্রস্থান সহজে মেনে নিতে পারছে না কেউই।
আরইউ