ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ফুটবল

আগের দিন বিয়ের ছবি পোস্ট করে পরদিনই ফিরলেন লাশ হয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, জুলাই ৩, ২০২৫
আগের দিন বিয়ের ছবি পোস্ট করে পরদিনই ফিরলেন লাশ হয়ে ছবি: সংগৃহীত

এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের ফরোয়ার্ড দিয়োগো জোটা। বৃহস্পতিবার ভোরে স্পেনের জামোরা অঞ্চলের সেরনাদিল্লা শহরের কাছে এ-৫২ মহাসড়কে এ দুর্ঘটনায় তার ছোট ভাই আন্দ্রে সিলভাও নিহত হন।

 

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, দুর্ঘটনার সময় জোটা ও তার ভাই একটি ল্যাম্বোরগিনি গাড়িতে করে যাচ্ছিলেন। গাড়িটির টায়ার বিস্ফোরণের পর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়ক থেকে ছিটকে পড়ে এবং উল্টে গিয়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় জরুরি সেবা বিভাগ ১-১-২ জানায়, এ-৫২ মহাসড়কের ৬৫তম কিলোমিটারে দুর্ঘটনার খবর পেয়ে সেখানে দমকল ও চিকিৎসক দল পাঠানো হয়। তবে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন উপস্থিত চিকিৎসকরা। দুর্ঘটনার ভিডিও ও ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে স্পেনের গণমাধ্যমে, যেখানে আগুনে পুড়ে যাওয়া উল্টে থাকা গাড়ির চিত্র দেখা যায়।

এই ঘটনার মাত্র দশ দিন আগেই শৈশবের প্রেমিকা রুট কার্দোসোকে বিয়ে করেছিলেন জোটা। তাদের সংসারে রয়েছে তিনটি সন্তান। বিয়ের দিনটিকে স্মরণীয় উল্লেখ করে বিয়ের আগের দিন ইনস্টাগ্রামে আবেগঘন একটি পোস্ট করেছিলেন জোটা। সেখানে লিখেছিলেন, ‘এটা এমন একটা দিন, যা আমরা কোনো দিন ভুলবো না। ’ রুট বলেছিলেন, ‘আমার স্বপ্ন সত্যি হয়েছে। ’ জোতা উত্তর দিয়েছিলেন, ‘আমি-ই ভাগ্যবান। ’ অথচ কে জানত, এই ঘটনা সমাপ্তিটা এত করুণ হবে!

পোর্তোয় জন্ম নেওয়া জোটা ক্যারিয়ার শুরু করেন পাসোস দে ফেরেইরার যুব একাডেমিতে। এরপর যোগ দেন আতলেতিকো মাদ্রিদে, সেখান থেকে ২০১৭ সালে পাড়ি জমান ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে। ২০২০ সালে ৪০ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেন তিনি।  

লিভারপুলের হয়ে এফএ কাপ, লিগ কাপ এবং সর্বশেষ মৌসুমে আর্নে স্লটের অধীনে প্রিমিয়ার লিগ শিরোপা জেতেন এই ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে খেলেছেন প্রায় ৫০টি ম্যাচ, জিতেছেন ইউরোপিয়ান নেশন্স লিগও।

এদিকে তার ভাই আন্দ্রে সিলভা খেলতেন পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলের হয়ে।

ইতোমধ্যে জোটার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সভাপতি পেদ্রো এক বিবৃতিতে বলেন, ‘দিয়োগো জোটা কেবল অসাধারণ খেলোয়াড়ই নয়, একজন অনন্য মানুষও ছিলেন। সতীর্থ ও প্রতিপক্ষ সবার কাছে শ্রদ্ধেয় ছিলেন তিনি। তার হাসি, ইতিবাচকতা এবং দলের মধ্যে প্রভাব ছিল গভীর। ’

ফেডারেশন আরও জানিয়েছে, ইউরোপিয়ান নারী চ্যাম্পিয়নশিপে স্পেনের বিপক্ষে জাতীয় দলের ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের জন্য উয়েফাকে অনুরোধ জানানো হয়েছে।

চলে যাওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগেই যারা বলেছিলেন ‘চিরদিন একসাথে’ থাকার প্রতিশ্রুতি, সেই জোটা ও রুটের গল্প আজ শেষ হয়ে গেল এক ভয়াবহ বাস্তবতাকে আলিঙ্গন করে। ফুটবলবিশ্ব হারাল এক প্রতিভাবান খেলোয়াড়কে, আর ভেঙে গেল একটি পরিবারের হাসিমুখ।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।