ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

ফুটবল

পিএসজি ছাড়ার পর বার্সায় ফেরার আগ্রহ ছিল মেসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
পিএসজি ছাড়ার পর বার্সায় ফেরার আগ্রহ ছিল মেসির ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বার্সেলোনা অধ্যায় শেষ হয়েছে ২০২১ সালের আগস্টেই। পরে তিনি যোগ দেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)।

কিন্তু সেখানের অধ্যায়টা সুখকর হয়নি আর্জেন্টাইন এই তারকার। দুই বছর পর যোগ দিয়েছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। তবে এই ক্লাবে যোগ দেওয়ার আগে বার্সায় যাওয়ার আগ্রহ ছিল মেসির, এমনটাই জানিয়েছেন তিনি।  

পিএসজিতে যোগ দিয়ে যদিও মেসি জিতেছিলেন দুটি লিগের পাশাপাশি বেশ কয়েকটি আঞ্চলিক শিরোপা। কিন্তু বিশ্বকাপ জয়ের পর থেকে ফরাসি সমর্থকদের সঙ্গে তার একরকম ঝামেলা শুরু হয়। পিএসজির ম্যাচগুলোতে মাঠে নামলেই দুয়ো শুনতে হতো থাকে। এমনকি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গেও বনিবনা হয়নি আর্জেন্টাইন এই তারকার।  

তখনই ফরাসি ক্লাবটি ছেড়ে দেন মেসি। এরপর তার পরিকল্পনায় ছিল বার্সেলোনা। কিন্তু ইউরোপের কোনো ক্লাবে খেলার আগ্রহ হারিয়ে ফেলেছিলেন তিনি। শুধু বার্সা নয়, বরং কোনো ক্লাবেই যে খেলবেন না তার সিদ্ধান্ত নিয়েছেন এই আর্জেন্টাইন। এই বিষয়গুলো ‘সিম্পলি ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে জানান তিনি।  

মেসি বলেন, ‘আমার বার্সেলোনায় আবার যাওয়ার আগ্রহ ছিল। আমি অবশ্য সবসময় এই ক্লাব থেকে যা আশা করেছি তাই পেতাম। কিন্তু এটা (বার্সায় পুনরায় যাওয়া) সম্ভব ছিল না তখন। ’

‘এরপর এটার (নতুন ক্লাবে যোগ দেওয়া) সিদ্ধান্ত আমার পরিবারের কাছে চলে যায়। তাছাড়া সেসময় বিশ্বকাপ জেতাটাও এই সিদ্ধান্তে বড় অবদান রেখেছিল। আমি ইউরোপের ক্লাবে আর যাব না, এই বিষয়ে পরিষ্কার ছিলাম তখন। এমনকি সেখানকার কোনো ক্লাবেই যাব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। ’

ইন্টার মায়ামিতে মেসির সময়টা অবশ্য খারাপ যাচ্ছে না। ২০২৩ সালের জুলাইয়ে যোগ দিয়ে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে একটি লিগ কাপ ও একটি সাপোর্টাস শিল্ড জয় করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।