ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

ক্যানসার জয়ের পর স্ট্রোক করে ভেন্টিলেশনে ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, নভেম্বর ৩, ২০২২
ক্যানসার জয়ের পর স্ট্রোক করে ভেন্টিলেশনে ঐন্দ্রিলা ঐন্দ্রিলা শর্মা

ক্যানসারকে হার মানিয়ে এবার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা হঠাৎ ব্রেন স্ট্রোক করে কোমায় রয়েছেন। পশ্চিমবঙ্গের হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে স্ট্রোক হয়ে মাথায় রক্ত জমাট বেঁধে যায় ঐন্দ্রিলার। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এমআরআই করানো হয় অভিনেত্রীর। বর্তমানে ভেন্টিলশনে আছেন তিনি। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পর্যবেক্ষনে রয়েছেন তিনি।

তবে মঙ্গলবারের তুলনায় বুধবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে ৪৮ ঘণ্টা পার না করা পর্যন্ত কিছু বলতে নারাজ চিকিৎসক।  

অভিনেত্রীর অসুস্থতার সময় প্রত্যেক মুহূর্তের তার পাশে দেখা মিলেছে প্রেমিক সব্যসাচী চৌধুরীর। অভিনেত্রীর শারীরিক অবস্থা শুনে উদ্বিগ্ন ভক্তরা, দ্রুত আরোগ্য কামনা করছেন নায়িকার।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।