ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

বিনোদন

ভারতের জনপ্রিয় ১০ অভিনেত্রী কারা? 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, আগস্ট ২১, ২০২৫
ভারতের জনপ্রিয় ১০ অভিনেত্রী কারা?  দীপিকা পাডুকোন, সামান্থা রুথ প্রভু এবং আলিয়া ভাট

সেরা ১০ ভারতীয় অভিনেত্রীর তালিকা প্রকাশ করেছে ওরম্যাক্স মিডিয়া। এই তালিকায় গেল জুলাই মাসের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের নাম প্রকাশিত হয়েছে।

যে তালিকায় মাত্র দুই জন বলিউড অভিনেত্রী স্থান পেয়েছেন, বাকি ৮ জনই দক্ষিণ ভারতের। তালিকায় জেনে নেয়া যাক, কোন ভারতীয় অভিনেত্রী এক নম্বরে রয়েছেন!

ওরম্যাক্স মিডিয়ার রিপোর্টে অনুসারে, দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এক নম্বরে নিজের স্থান করে নিয়েছেন। তালিকার দ্বিতীয় স্থানে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং তৃতীয় স্থানে রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।

এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন কাজল আগরওয়াল। পাঁচ নম্বরে রয়েছেন অভিনেত্রী ত্রিশা কৃষ্ণণ, ষষ্ঠ স্থানে নয়নতারা এবং সপ্তম স্থানে সাই পল্লবী।

এবার তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছেন ভারতীয় ক্রাশ খ্যাত রাশমিকা মান্দানা। তালিকার অষ্টম স্থানে রয়েছেন দক্ষিণী এই অভিনেত্রী।

এদিকে ‘পুষ্পা ২’-তে ‘থাপ্পড় মারুঙ্গি’ গানটি দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন শ্রীলীলা। এই তালিকার নবম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। তালিকার সবশেষে রয়েছেন বাহুবলী অভিনেত্রী তামান্না ভাটিয়া অর্থাৎ তিনি রয়েছেন দশম স্থানে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।