সংগীতের জীবন্ত কিংবদন্তী নকীব খানের সংগীত জীবনের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে টেলিভিশন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (টিজেএফবি)।
আগামী ২৩ আগস্ট বিকেল সাড়ে ৪টায় ঢাকার শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে বর্ণাঢ্য এ আয়োজনে সংগীতাঙ্গনের একঝাঁক তারকা শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও সংগীত বোদ্ধা উপস্থিত থাকবেন।
টিজেএফবির নির্বাহী সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ এ তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানে নকীব খান স্বকণ্ঠে সংগীত পরিবেশন করবেন।
পাশাপাশি তারকা এ শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশের বরেণ্য শিল্পী, সুরকার, সংগীত পরিচালক, গীতিকাররা কিছু কথা বলবেন। উপস্থিত শিল্পীদের মধ্যে অনেকে নকীব খানের গান পরিবেশন করবেন।
এমআইএইচ/আরবি