ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

বিনোদন

গানে ফিরলেন পপ তারকা কানিজ সুবর্ণা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, আগস্ট ২১, ২০২৫
গানে ফিরলেন পপ তারকা কানিজ সুবর্ণা  কানিজ সুবর্ণা

রকলিজেন্ড আইয়ুব বাচ্চুর হাত ধরেই কানিজ সুবর্ণার ইন্ডাস্ট্রিতে আগমন। এবি’র সুর-সংগীতে ‘ভালোবাসা মানে’ অ্যালবাম দিয়ে গানের বাণিজ্যিক ধারায় যাত্রা হয় এই গায়িকার।

পপ গানে একসময়ের জনপ্রিয় নাম হয়ে উঠেছিলেন তিনি। এক দশক আগেও নতুন গান আর স্টেজ শোতে ব্যস্ত সময় কাটত কানিজের। তবে বর্তমানে সংগীতসংশ্লিষ্ট কোনো আড্ডায় আগের মতো দেখা মেলে না তার। কাজের ব্যস্ততাও চোখে পড়ে না। মাঝেমধ্যে নতুন গানের খবরে এলেও তা একেবারেই উল্লেখ করার মতো নয়।

২০০৮ সালে ব্যান্ড তারকা হামিন আহমেদকে বিয়েন তিনি। এরপর সংসারেই থিতু হন তিনি। এই তারকা দম্পতির ঘরে রয়েছে  সংসারে দুই সন্তান। সংসার আর সন্তানদের নিয়েই সময় কাটে কানিজের।  

বিরতি ভেঙে নতুন গানে ফিরছেন এই গায়িকা। বুধবার (২০ আগস্ট) রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ‘জাদু করিয়া’ শিরোনামে নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর কথা লিখেছেন সাংবাদিক ও গীতিকার সুরকার আশিক বন্ধু। সংগীত করেছেন চঞ্চল।

এ প্রসঙ্গে কানিজ সুবর্ণা বলেন, খুব আনন্দ নিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছি। একদম রিদমিক তালের নাচের মজার গান। ফোক মর্ডান বিটের গানটির ছোট ছোট কথামালায় অত্যন্ত সুন্দর। আশা করছি গানটি গেয়ে যেমন শান্তি পেলাম, ঠিক তেমনি আমার ভক্ত  দর্শকরাও গানটি শুনে মুগ্ধ হবেন।

আশিক বন্ধু বলেন, কানিজ সুবর্ণার সঙ্গে পরিচয় বিশ বছরের। অত্যন্ত প্রিয় শিল্পী। দীর্ঘ পরিচয়ে প্রথম গান হলেও চ্যালেঞ্জ ছিল। তাই অত্যন্ত যত্ন নিয়ে তার কণ্ঠে ভালো যাবে এমন গানই বানিয়েছি। গানটির অডিও ভিডিও প্রকাশ হবে সুহৃদ জাহাঙ্গীরের সার্বিক তত্ত্বাবধানে নতুন একটি নাটকে ও ইউটিউব চ্যানেলে।

এর আগে ২০২২ সালে কানিজ সুবর্ণার গায়কীতে ‘মায়া’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছিল ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। তানভীর তারেকের কথা, সুর ও সংগীতে প্রকাশ পায় গানটি।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।