ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

‘সেই তুমি কে’, মনের কথা গানে বললেন তাহসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, নভেম্বর ১, ২০২২
‘সেই তুমি কে’, মনের কথা গানে বললেন তাহসান তাহসান খান

তারকা কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান।  দুই বছর আগে একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলেন।

সেখানে জিঙ্গেল আকারে কিছু লাইনও গেয়েছিলেন তিনি। লাইনগুলো তখন দর্শকমহলে বেশ সাড়াও পেয়েছিল।

সেই লাইনগুলোকে এবার পূর্ণাঙ্গ আকার দিয়ে ‘সেই তুমি কে’ শিরোনামের গান নিয়ে এসেছেন তাহসান। গানটির কথা লিখেছেন তিনি নিজেই। সুর করেছেন তাহসান ও সাজিদ সরকার যৌথভাবে। সংগীতায়োজন করেছেন সাজিদ।  

গানটি প্রসঙ্গে তাহসান বলেন, ‘সেই তুমি কে’ নিয়ে প্রায় তিন বছর কাজ করেছি। আগেই করার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়। অবশেষে কাজটি শেষ করতে পেরেছি। ’ 

‘সেই তুমি কে’ গানের কথা লেখার পেছনের গল্প জানিয়ে তাহসান বলেন, গানটি একেবারেই আমার নিজের জন্য লেখা। গানের কথা শুনলেই সবাই বুঝতে পারবে- এখানে আমি আমার ব্যক্তিগত কথা বলছি, একজন নিজের মানুষ খুঁজছি হয়তো। সেই মানুষটার জন্য গানটা লেখা।

সোমবার (৩১ অক্টোবর) গানটি ভিডিও আকারে প্রকাশ হয়েছে। প্রেক্ষাগৃহের ব্যানারে এটি নির্মাণ করছেন শাহরিয়ার পলক।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।