ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বিনোদন

করোনামুক্ত হলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, অক্টোবর ১৫, ২০২০
করোনামুক্ত হলেন তানজিন তিশা তানজিন তিশা

মহামারি করোনা ভাইরাস মুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।


 
তানজিন তিশা তার ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন।

এই অভিনেত্রী লেখেন, আলহামদুলিল্লাহ্। আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় আমার কোভিড১৯ রিপোর্ট আজ (বৃহস্পতিবার) নেগেটিভ এসেছে।  

এর আগে গত ০৪ অক্টোবর) তিশার করোনা রিপোর্ট পজিটিভ আসে। নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন এই তারকা।

তখন তানজিন তিশা জানান, হঠাৎ করে তার স্বাদ ও ঘ্রাণ শক্তি চলে যায়। এগুলো করোনার উপসর্গ হাওয়ায় তিনি নিজ উদ্যোগে কোভিড-১৯ পরীক্ষা করান। এরপর রিপোর্ট পজিটিভ আসে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।