ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

বিনোদন

ফরাজের হাসপাতালের বিল পরিশোধ করলেন সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, অক্টোবর ১৫, ২০২০
ফরাজের হাসপাতালের বিল পরিশোধ  করলেন সালমান ফরাজ খান ও সালমান খান

গুরুতর অসুস্থ বলিউড অভিনেতা ফরাজ খান ভর্তি আছেন হাসপাতালে। তার চিকিৎসার জন্য প্রায় ২৫ লাখ রুপি দরকার বলে জানিয়েছেন এই তারকার ভাই ফাহমান খান।

তিনি সবার কাছে অর্থ সহায়তার হাত বাড়িয়ে দেওয়ারও অনুরোধ জানান।

ফরাজ খানের এমন সংকটপূর্ণ অবস্থায় তার পাশে দাঁড়ালেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনি হাসপাতালের সকল বিল পরিশোধ করে দিয়েছেন।

অভিনেত্রী কাশ্মেরা শাহ 'ভাইজান'র এমন মহানুভবতার খবরটি প্রকাশ্যে আনেন। তিনি ইনস্টাগ্রামে বিষয়টি জানান।

এই অভিনেত্রী সালমান খানের একটি ছবি পোস্ট করে লেখেন, খ্যাতিমান অভিনেতা ফরাজ খান গুরুতর অসুস্থ, সালমান তার পাশে এসে দাঁড়ালেন এবং তাকে সাহায্য করলেন- যেটা তিনি আরও অনেককে আগেও করেছেন। আমি সবসময় আপনার একজন সত্যিকারের অনুরাগী হয়ে থাকব। বলিউড ইন্ডাস্ট্রিতে আমার দেখা একজন প্রকৃত মানুষ আপনি।

গত ৮ অক্টোবর থেকে মস্তিষ্কের রোগ ও বুকের সংক্রমণের কারণে ভারতের বেঙ্গালুরুরের একটি হাসপাতালের আইসিইউ'তে ভর্তি আছেন ফরাজ খান। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

তার চিকিৎসার জন্য ২৫ লাখ রুপি প্রয়োজন, যে অর্থ তার পরিবারের পক্ষে দেওয়া সম্ভব না বলে জানানো হয়। তাই সাহায্য চেয়েছেন ফরাজের ভাই। প্রথম পূজা ভাট এই অভিনেতার পাশে দাঁড়ান এবং তাকে সাহায্য করতে তিনি অন্যদেরও আহ্বান করেন। এরপর সালমানও এগিয়ে এলেন।

'ফারেব', 'পৃথিবী', 'মেহেদি', 'দুলহান বানো ম্যায় তেরি' ও 'চান্দ বুঝ গায়া'র মতো হিন্দি সিনেমা অভিনয় করেন ফরাজ খান। এছাড়া বেশকিছু টেলিভিশন সিরিয়ালেও তাকে অভিনয় করতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।