ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বিনোদন

করোনা আক্রান্ত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, অক্টোবর ১৫, ২০২০
করোনা আক্রান্ত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া অর্চিতা স্পর্শিয়া

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।

বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

নির্মাতা অনন্য মামুন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। সম্প্রতি অভিনেত্রী এই পরিচালকের 'নবাব এলএলবি' সিনেমার শুটিং সম্পন্ন করেছেন।

অনন্য মামুন বলেন, স্পর্শিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। তার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, সেজন্য কারো ফোন রিসিভ করছেন না। শারীরিকভাবে এখনো ভালো আছেন। সবার কাছে তার জন্য দোয়া চাইছি।

তিনি আরও জানান, গত ১১ অক্টোবর ‘নবাব এলএলবি’র শুটিং সম্পন্ন করে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়েন স্পর্শিয়া। তার মুখে স্বাদ চলে গেছে ও শরীর দুর্বল। করোনা টেস্ট করালে ১২ অক্টোবর পাওয়া রিপোর্ট পজিটিভ। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।  

১১ অক্টোবর শুটিংয়ে ছিলেন না সিনেমাটির নায়ক শাকিব খান। তবে স্পর্শিয়ার সঙ্গে আরও অংশ নেন শাহেদ আলী সুজন, সুষমা সরকার, সুমন আনোয়ার, অপু, নির্মাতা অনন্য মামুনসহ অনেকেই।  

সেদিন শুটিংয়ে যারা ছিলেন তারা সবাই আইসোলেশনে রয়েছেন বলে জানান অনন্য মামুন।

বাংলাদেশ সময়:১৫৫৭  ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।