ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

বিনোদন

আব্দুল আলীমের স্ত্রী জমিলা আলীমের জীবনাবসান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, অক্টোবর ১৩, ২০২০
আব্দুল আলীমের স্ত্রী জমিলা আলীমের জীবনাবসান মা জমিলা আলীমের সঙ্গে নূরজাহান আলীম

না ফেরার দেশে চলে গেলেন পল্লী সম্রাট'খ্যাত লোকসংগীত শিল্পী আব্দুল আলীমের স্ত্রী জমিলা আলীম। সোমবার (১২ অক্টোবর) দিনগত রাত ২টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।  

মেয়ে নূরজাহান আলীম মায়ের মৃত্যুর তথ্যটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন জমিলা আলীম। এর আগে গত জুনে ব্রেইন স্ট্রোক করেন। তখন তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল।  

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আব্দুল আলীমের মেয়ে নূরজাহান আলীম।

জানা যায়, জমিলা আলীমকে বিক্রমপুরের দোহারে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  

১৯৭৫ সালে ৫ সেপ্টেম্বর মারা যান সুরে-কণ্ঠে-সাধনায় বাংলা লোকসঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া শিল্পী আব্দুল আলীম।  স্বামীর প্রয়াণের দীর্ঘ ৪৬ বছর পর জমিলাও চলে গেলেন।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
ডিএন/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।