ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

বিনোদন

জরুরি অবস্থা জারি করে সেনা নামানো উচিত: ঋষি কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, এপ্রিল ১, ২০২০
জরুরি অবস্থা জারি করে সেনা নামানো উচিত: ঋষি কাপুর

বিশ্বব্যাপী চলমানা প্রাণঘাতী করোনা সংক্রমন রোধে দেশে জরুরি অবস্থা জারি করে সেনা নামানো উচিত বলে মনে করেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর।

করোনা ব্যাধির সংক্রমণ রুখতে গোটা দেশে লকডাউন চলছে। খুব প্রয়োজন ছাড়া সবাইকে বাড়ি বাইরে বের হতে রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা হয়েছে।

তবুও কিছু লোকজন সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছেন। যা প্রায়ই বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসছে।

আর এতেই চটেছেন ঋষি কাপুর। সম্প্রতি এ বিষয়ে টুইট বার্তায় নিজের মত প্রকাশ করেছেন এই অভিনেতা।  

সেখানে তিনি লেখেন, ‘এখন নিজের মত করে চলার সময় না। কখন কী হয় বলা যায় না। এজন্যই আমার মনে হয়, জরুরি অবস্থা জারি করে দেশব্যাপী সেনা নামানো উচিত। ’

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।