ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

বিনোদন

হাসপাতালে রাধিকা আপ্তে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, মার্চ ২৮, ২০২০
হাসপাতালে রাধিকা আপ্তে!

মুখে মাস্ক পড়ে হাসপাতালের বেঞ্চে বসে রয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। নিজের ইনস্টাগ্রামে এমনই একটি ছবি পোস্ট করেছেন তিনি। আর তাতেই ভীষণ চিন্তায় মজেছেন রাধিকার ভক্ত-অনুরাগীরা। 

তবে কী করোনায় আক্রান্ত হলেন তিনি? কিছু দিন আগেই লন্ডনে স্বামীর কাছে গেলেন এই অভিনেত্রী। করোনা আতঙ্কের এই সংকটময় সময়ে সেখানেই রয়েছেন তিনি।

 

এদিকে গোটা ইউরোপ জুড়ে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলছে। তাই রাধিকা ওই ছবি পোস্ট করতেই ভক্তদের মনে জেগেছে নানা প্রশ্ন!

যদিও সমস্ত জিজ্ঞাসা ও দ্বন্দ্বের ইতি টেনেছেন রাধিকা নিজেই। হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন,  #নট ফর কোভিড ১৯।  

রাধিকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চেকআপের জন্যই হাসপাতালে যেতে হয়েছে তাকে। তেমন গুরুতর কিছু নয়।

তবুও ভক্তদের মধ্যে সন্দেহ যেনো রয়েই গেলো। কারণ, ওই পোস্টের কমেন্ট বক্সে এসেছে প্রচুর মন্তব্য। সবারই একটাই বক্তব্য- টেক কেয়ার রাধিকা।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।