ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

ব্যান্ডদল ‘ত্রিতাল’র প্রথম গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৬, আগস্ট ৬, ২০১৯
ব্যান্ডদল ‘ত্রিতাল’র প্রথম গান ‘ত্রিতাল’র সদস্যরা

ব্যান্ডদল গড়লেন সঙ্গীতশিল্পী শান। নাম ‘ত্রিতাল’। এরইমধ্যে ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে ব্যান্ডটির প্রথম গান ‘সাদাকালো’।

গানটির কথা লিখেছেন ইবনে সুমন। শানের সুরে এর সঙ্গীতায়োজনে ত্রিতাল।

মিক্স ও মাস্টারিং করেছেন রেজওয়ান সাজ্জাদ। গান-ভিডিওতে অংশ নিয়েছেন ‘ত্রিতাল’ ব্যান্ডের সদস্যরা।  

ত্রিতালের প্রথম গান প্রসঙ্গে ব্যান্ডটির ভোকালপ্রধান শান বলেন, ‘ত্রিতাল শুধু ব্যান্ডই নয়, এটি আমাদের পরিবার। আমরা সবাই একসঙ্গে মিলে বাংলা গানের প্রতিনিধিত্ব করতে চাই। গানের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে চাই। ’

শান আরও বলেন,  ‘ভালো লাগছে, এরইমধ্যে সঙ্গীতাঙ্গনের অনেকেই আমাদের ব্যান্ডের জন্য শুভকামনা জানিয়েছেন। এছাড়া ‘সাদাকালো’ গানটি প্রকাশের পর থেকে বেশ প্রশংসাও পাচ্ছি। ’

শনিবার (৩ আগস্ট) প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ত্রিতালের প্রথম গান ‘সাদাকালো’।

ব্যান্ডদল ‘ত্রিতাল’র লাইনআপ: শান (ভোকাল ও গীটার), পুষ্প (গীটার), রাকিব (কী-বোর্ড), ঝলক ( বেজ গীটার) এবং শাওন (ড্রামস)।

ভিডিও: বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।