ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

রবীন্দ্র প্রয়াণ দিবসে ‘তুমি রবে নীরবে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, আগস্ট ৬, ২০১৯
রবীন্দ্র প্রয়াণ দিবসে ‘তুমি রবে নীরবে’ ইরফান সাজ্জাদ-তানজিন তিশা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বোন’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘তুমি রবে নীরবে’। এতে অভিনয় করেন ছোট পর্দার দর্শকপ্রিয় দুই মুখ তানজিন তিশা-ইরফান সাজ্জাদ।

মাহবুবা ইসলাম সুমীর পরিচালনায় সিনেমাটির কাজ সম্পন্ন হয় ২০১৫ সালে। মুক্তি পায় ২০১৭ সালের ৫ মে।

টেলিছবির চুক্তিতে এতে কাজ শুরু করেন তিশা। কিন্তু পরবর্তীতে মুক্তি দেওয়া হয় সিনেমা হিসেবে। তাই মুক্তির সময় সিনেমাটি নিয়ে আপত্তি তুলেছিলেন তিশা।

২২ শ্রাবণ (৬ আগস্ট) রবীন্দ্র প্রয়াণ দিবসে সিনেমাটি আবার দেখতে পাচ্ছেন দর্শকরা। প্রয়াণ দিবসের দিন বিকেল ৩টা ৫মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ‘তুমি রবে নিরবে’।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।