ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

বানসালির সিনেমায় টাইগার শ্রফ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, আগস্ট ৩১, ২০১৮
বানসালির সিনেমায় টাইগার শ্রফ! সঞ্জয়লীলা বানসালি ও টাইগার শ্রফ

বলিউডের সফল পরিচালকদের একজন সঞ্জয়লীলা বানসালি। চলতি বছর মুক্তিপ্রাপ্ত তার ‘পদ্মবত’ সিনেমাটি ব্যাপক সাফল্য পায়। বেশকিছু রেকর্ডও গড়ে।

সিনেমাটিতে অভিনয় করে বেশ প্রশংসিত হন অভিনেতা রণবীর সিং। বানসালির শেষ তিনটি সিনেমারই নায়ক ছিলেন রণবীর।

তবে নতুন সিনেমায় নায়ক বদলাতে যাচ্ছেন বানসালি। আর সে নায়ক হতে যাচ্ছেন টাইগার শ্রফ।

ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, লেখক আমিশ ত্রিপাঠির অপ্রকাশিত একটি উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করবেন বানসালি। আর সেই সিনেমাতেই অভিনয় করবেন টাইগার। সম্প্রতি বানসালি ও টাগারের মধ্য এ নিয়ে কথাও চলে।

সিনেমাটিতে নায়িকা কে হবেন সে বিষয় কিছু জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।