ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

হলিউডে কি করছেন মিম?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, এপ্রিল ২৮, ২০১৮
হলিউডে কি করছেন মিম? ছবি মিমের ফেসবুক পেজ থেকে নেওয়া

সময় পেলেই দেশ-বিদেশ ঘুরে বেড়াতে পছন্দ করেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। পুরো পরিবার নিয়েই মাঝেমধ্যে বিশ্বের নানা দেশে ভ্রমণে যান লাস্যময়ী এই অভিনেত্রী।

হলিউডের স্টুডিওগুলোর সামনে মিমসম্প্রতি তিনি ঘুরছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রের প্রাণকেন্দ্র হলিউডে।

সেখান থেকে মিম বাংলানিউজকে জানান, হলিউডের ইউনিভার্সাল স্টুডিও, হলিউড স্টুডিও ও ডিসনি ওয়ার্ল্ডে ঘুরে বেড়িয়েছেন তিনি।

পরিবারের সঙ্গে মিম।  ছবি মিমের ফেসবুক পেজ থেকে নেওয়ামিম বলেন, ৫ এপ্রিল পুরো পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছি। হলিউডের স্টুডিওগুলোতে ঘুরতে পেরে বেশ ভালো লেগেছে। যেখানে হলিউডের বিশাল বাজেটের ছবিগুলোর শুটিং হয়, সে জায়গাগুলো সৌন্দর্য উপভোগ করলাম। যুক্তরাষ্ট্র থেকে এখন কানাডায় আছি। এখানেরও বেশকিছু শহর ঘুরে বাড়াচ্ছি। দারুণ সময় কাটছে।

মিম২ মে ঢাকায় ফিরবেন মিম। দেশে ফিরেই আবার কাজে ব্যস্ত হয়ে যাবেন ‘আমি নেতা হবো’খ্যাত এই নায়িকা। বর্তমানে তিনি যৌথ প্রযোজনার ছবি ‘সুলতান’-এ অভিনয় করছেন। এতে তার বিপরীতে রয়েছেন কলকাতার নায়ক জিৎ।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।