ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

নিজের ‘নিয়তি’ দেখতে কলকাতায় শুভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, জুন ১১, ২০১৬
নিজের ‘নিয়তি’ দেখতে কলকাতায় শুভ আরিফিন শুভ

দুই দেশের ছবি হলেও ভারতের কলকাতায় আগেভাগে মুক্তি পেলো ‘নিয়তি’। শুক্রবার ( ১০ জুন ) থেকে সেখানকার ৮৩টি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি।

কলকাতার দর্শকের সঙ্গে ছবিটি উপভোগ করবেন বলে নায়ক আরিফিন শুভ যাচ্ছেন সেখানে।  

জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’ ছবির প্রধান দুটি চরিত্রে আছেন আরিফিন শুভ ও জলি। কলকাতার দর্শকদের সঙ্গে ছবিটি উপভোগ করার জন্য আরিফিন শুভ শনিবার (১১ জুন) সেখানে যাচ্ছেন। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত ‘নিয়তি’ দেশে মুক্তি পাবে ঈদুল ফিতরের পর।

চলচ্চিত্রটির বাংলাদেশি প্রযোজক  জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, “আমরা খুশি এই কারণে যে, ছবিটির শুভযাত্রা হয়েছে। মুক্তির প্রথম দিনের প্রথম শো থেকে সন্তোষজনক ফল পেয়েছি। গল্প, গান ও লোকেশনের পাশাপাশি নায়ক-নায়িকার অভিনয়ের প্রশংসা করছেন দর্শক। ”

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জুন ১১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।