ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

এরশাদের সঙ্গে পূর্ণিমার সেলফি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, জুন ১১, ২০১৬
এরশাদের সঙ্গে পূর্ণিমার সেলফি পূর্ণিমা, হুসেইন মুহম্মদ এরশাদ ও ফেরদৌস

পূর্ণিমার প্রিয় বন্ধু ফেরদৌস। দু’জনেরই পছন্দের মানুষ হুসেইন মুহম্মদ এরশাদ।

সেলফিতে এরশাদকে পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সেই সেলফিতে যদি ফেরদৌসও থাকেন তাহলে তো কথাই নেই!

এই তো সেদিন (৪ জুন) চট্টগ্রামে গিয়েছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ফেরদৌস ও পূর্ণিমা। সেখানে একটি বিপণি বিতানের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলো তাদের দ্বৈত পরিবেশনা। একই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। পূর্ণিমার সেলফিটি সেখানেই তোলা। ফেসবুকে এটি আপলোড করে পূর্ণিমা হ্যাশট্যাগে লিখেছেন, ‘লাকি মি, ফিলিং প্রাউড’ প্রভৃতি।  

একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছেন। বড় পর্দা নয়, নাটক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। এই ঈদে তিনটি নাটক ও ‘ইত্যাদি’তে থাকছেন পূর্ণিমা। ভক্তরা খুশি এই কারণে যে, আড়াল ভেঙেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী। ফেসবুকে তার সরব উপস্থিতি সেটাই প্রমাণ করে।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুন ১১, ২০১৬
এসও /জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।