ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

লতার স্মৃতিতে বিটলসের সঙ্গে আলি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, জুন ১০, ২০১৬
লতার স্মৃতিতে বিটলসের সঙ্গে আলি

শ্বাসকষ্টের সমস্যায় ভুগে গত ৩ জুন মারা যান সর্বকালের কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলি। তার মৃত্যুতে শুধু ক্রীড়াঙ্গনই নয়, গোটা বিশ্বের বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনও শোকাহত।

তিনি ছিলেন সবার তারকা, অনুপ্রেরণা।

টুইটারে আলির কথা উল্লেখ করে ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরও সেই বার্তা দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে এক সময়ের বিখ্যাত ব্যান্ড বিটলসের চার সদস্যের সঙ্গে বিভিন্ন সময়ে তোলা আলির চারটি ছবি শেয়ার করেছেন তিনি। গানের চার ব্যক্তিত্বকে রাজকুমার নামে সম্বোধন করেছেন ৮৬ বছর বয়সী এই গায়িকা।

লতা লিখেছেন, 'নমস্কার। একদিকে দুনিয়ার বিখ্যাত মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলি, অন্যদিকে সংগীতের চার রাজকুমার। '

আলির সঙ্গে বিটলসের চার সদস্য জর্জ হ্যারিসন, জন লেনন, পল ম্যাককার্টনি ও রিঙ্গো স্টার খুনসুটিতে মেতেছিলেন একসময়। বিশ্বসংগীতের এই চার কিংবদন্তি 'গ্রেটেস্ট' লেখা প্ল্যাকার্ড নিয়ে আলিকে সম্মান জানিয়েছিলেন। কখনওবা আলির পায়ের নিচে লুটিয়ে পড়ার ভঙ্গি দিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।