ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

সালমার ৪৪ সেকেন্ডের জাদু!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, জুন ১০, ২০১৬
সালমার ৪৪ সেকেন্ডের জাদু!

কণ্ঠশিল্পী সালমার গাওয়া নতুন গান 'পরানের বন্ধু'র মিউজিক ভিডিওর প্রথম ঝলক এসেছে ইউটিউবে। ৪৪ সেকেন্ড ব্যাপ্তির এই টিজারে বেশ ঝলমলে লেগেছে তাকে।

ভিডিওটি নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম। তার দাবি, এখানে দর্শকরা সালমাকে নতুন রূপে দেখতে পাবে। সম্প্রতি এফডিসিতে এর দৃশ্যধারণ হয়। পুরো ভিডিওটি আসবে ১৫ রমজানে। আপাতত বৃহস্পতিবার (৯ জুন) থেকে টিজারটি ইউটিউবে সালমা আক্তার চ্যানেলে দেখা যাচ্ছে।

'পরানের বন্ধু' গানটি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। রামিম রাজের পোশাক আর হাবিবের কোরিওগ্রাফিতে সালমার উপস্থিতি তার ভক্তদের জন্য চমকই বটে।

'ক্লোজআপ ওয়ান'খ্যাত সালমা বলেন, 'টিজার দেখে সবাই আমার প্রশংসা করছেন। ফলে আরেকবার বুঝতে পেরেছি- এখন শুধু ভালো গাইলেই হয় না, চাই ভালো মানের মিউজিক ভিডিও। '

* 'পরানের বন্ধু' গানের ভিডিওর অংশবিশেষ :

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুন ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।