ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

রণবীরকে চড় মেরেছিলেন সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, জুন ৯, ২০১৬
রণবীরকে চড় মেরেছিলেন সালমান

বলিউড তারকা সালমান খান এবং রণবীর কাপুরের মধ্যে রেষারেষির বিষয়টি কারো অজানা নয়। এতোদিন শোনা গেছে, সল্লু ভাইয়ের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের প্রেমের সম্পর্কের  কারণে তাদের মধ্যে এ ঠাণ্ডা যুদ্ধ চলছিলো।

তবে ভারতীয় গণমাধ্যমের দেওয়া একটি প্রতিবেদনে জানা যায়, সালমান-রণবীরের জীবনে ক্যাটরিনা আসার আগেই তাদের মধ্যে যুদ্ধ চলছিলো।    

তাদের মধ্যে যখন রেষারেষির শুর হয় তখন বলিউডে অভিষেক হয়নি রণবীরের। সে সময় একটি নাইটক্লাবে পার্টিতে এই দুই তারকার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এমনকি একে অপরের শার্টও ছিড়ে ফেলেন তারা। ঘটনাস্থলে উপস্থিত বন্ধুরা তাদের থামানোর চেষ্টা করেন। তখনই সালমান ক্ষুব্ধ হয়ে রণবীরকে চড় মারেন।

পরবর্তীতে না-কি সালমানের বাবা সেলিম খান ঋষি কাপুরের কাছে বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছিলেন। তখন থেকেই এ দুই তারকা একে অপরকে এড়িয়ে চলেন। এরপর তাদের মধ্যে ক্যাটরিনা আসায় বিষয়টি আরো খারাপ আকার ধারণ করে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।