ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

‘সালাম আলাইকুম’ গানের ভিডিওতে হারশালি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, জুন ৮, ২০১৬
‘সালাম আলাইকুম’ গানের ভিডিওতে হারশালি হারশালি মালহোত্রা

‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে অভিনয়ের পর পুরস্কারজয়, ফ্যাশন শোতে ক্যাটওয়াক করা, বিজ্ঞাপনের মডেল হওয়া- এমন কিছু কাজ করেছে শিশুশিল্পী হারশালি মালহোত্রা। সে যে কাজ করে তা-ই আলোচিত হয়ে যায়।

এবার একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছে হারশালি। ‘সালাম আলাইকুম’ শিরোনামের গানটি গেয়েছেন মরক্কোর জনপ্রিয় গায়ক সাদ লামজারেদ। মরক্কো-সহ গোটা মধ্যপ্রাচ্য ও মিসরে তার জনপ্রিয়তা ব্যাপক। যথারীতি হারশালিকে নিয়ে তার এই ভিডিও ভাইরাল হয়েছে। ইউটিউবেও সাড়া ফেলেছে এটি।

হারশালির জনপ্রিয়তা এখন বিশ্বের বিভিন্ন দেশে। ফেসবুকে তার পেজ ভেরিফায়েড হয়েছে। এতে অনুসারী আছে দুই লাখের বেশি।

* ‘সালাম আলাইকুম’ গানের ভিডিও : 

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।