ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

দেব আনন্দের 'গাইড' চরিত্রে শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, জুন ৮, ২০১৬
দেব আনন্দের 'গাইড' চরিত্রে শাহরুখ

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও পরিচালক ইমতিয়াজ আলি প্রথমবারের মতো হাত মিলিয়েছেন। ফলে ছবিটি নিয়ে ভক্তদের প্রত্যাশা আকাশছোঁয়া।

শোনা যাচ্ছে, শাহরুখের চরিত্র সাজানো হয়েছে 'গাইড'-এ (১৯৬৫) দেব আনন্দ অভিনীত কালজয়ী চরিত্রে অনুপ্রাণিত হয়ে।

সংশ্লিষ্ট একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ছবিটিতে ট্যুরিস্ট গাইড চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। বিজয় আনন্দ পরিচালিত 'গাইড' ছবিতে দেব আনন্দের চরিত্রে যেমন অনেক নাটকীয়তা ও মোচড় ছিলো, বলিউড বাদশার চরিত্রটিও তেমনই। নৈতিকতার আবির্ভাবে তার ও আশপাশের মানুষদের জীবন বদলে যায়।

এর আগে সঞ্জয়লীলা বানসালির 'দেবদাস' ছবিতে ট্র্যাজেডি কিং দিলীপ কুমার অভিনীত চরিত্রে অভিনয় করেন শাহরুখ। এ ছাড়া অমিতাভ বচ্চনের 'ডন' ছবির কেন্দ্রীয় চরিত্রটি তিনি রূপদান করেন 'ডন' সিরিজের ছবিতে।

বাংলাদেশ সময় : ০৯৫৮ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।