ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

নেলপলিশ লাগিয়ে গিনেস রেকর্ড করবেন সোনাক্ষী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, মার্চ ২, ২০১৬
নেলপলিশ লাগিয়ে গিনেস রেকর্ড করবেন সোনাক্ষী! সোনাক্ষী সিনহা

এবারের নারী দিবসে ভারতে অসংখ্য নারী একসঙ্গে তাদের হাতের নখে নেলপলিশ লাগাবেন। একই সময়ে সবচেয়ে বেশিসংখ্যক মানুষের নখে নেলপলিশ লাগানোর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়াই এ উদ্যোগের উদ্দেশ্য।

তাই এতে যুক্ত হবেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। নতুন ইতিহাস রচনার অংশ হবেন ভেবে উচ্ছ্বসিত তিনি।

সোনাক্ষী বলেছেন, ‘ছোটবেলায় রেকর্ড ভাঙা-গড়ার কথা শুনতাম অনেক। এভাবে অনেকে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। গিনেস বুকে নাম তোলা সবসময়ই সম্মানজনক ব্যাপার। কখনও ভাবিনি এমন সুযোগ আসবে আমার কাছে। তাই আমি সত্যিই উচ্ছ্বসিত। এ আয়োজনে জন্য মুখিয়ে আছি। ’

আগামী ৮ মার্চ হাজার হাজার নারীকে একত্র করার এই উদ্যোগ নিয়েছে পোল্যান্ডের কসমেটিক ব্র্যান্ড ইংলট। ভারতীয় ফ্রাঞ্চাইজি অংশীদার মেজর ব্র্যান্ডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে হাত মেলানোর অংশ হিসেবে তারা আমন্ত্রণ জানিয়েছে নারীদেরকে। এখানে তাদের একটি নেলপলিশের প্রচারণা চালানো হবে।

বাংলাদেশ সময় : ১৬১৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।