ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

বিনোদন

একদিকে রিয়াজ, অন্যদিকে মৌটুসী ও বিদেশিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, আগস্ট ১৮, ২০১৫
একদিকে রিয়াজ, অন্যদিকে মৌটুসী ও বিদেশিনী

মাসুদ সেজানের ‘চলিতেছে সার্কাস’ ধারাবাহিকে একটি চরিত্রে অভিনয় করেছেন সারাহ জেন সল্টমার্শ। তিনি অস্ট্রেলিয়ান।

এবার একই পরিচালকের ঈদের টেলিছবিতে দেখা যাবে তাকে। নাম ‘লাইফ সাপোর্ট’। এতে তার সহশিল্পী রিয়াজ ও মৌটুসী বিশ্বাস।

জানা গেছে, গল্পে রিয়াজ ও মৌটুসীর চরিত্র দম্পতির। তবে তাদের মধ্যে ভালো সম্পর্ক যাচ্ছে না। ছেলেটা সংসারের প্রতি উদাসীন। সংসারে তার মনোযোগ নেই। স্ত্রীর সন্দেহ তার চরিত্র খারাপ। একসময় এক বিদেশিনীকে ঘিরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়।

নাটকটির চিত্রায়ন হয়েছে নেত্রকোনার বিরিশিরি ও উত্তরার ৫ নম্বর সেক্টরে। আসছে কোরবানির ঈদে এটি প্রচার হবে একটি টিভি চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এমএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।