ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

‘গাড়িওয়ালা’র পর ‘ইনার সাউন্ড’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, আগস্ট ১৬, ২০১৫
‘গাড়িওয়ালা’র পর ‘ইনার সাউন্ড’

আশরাফ শিশিরের প্রথম ছবি ‘গাড়িওয়ালা’ বেশকিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছে। এখনও বিভিন্ন দেশে এটি ঘুরছে।

গত ৬ আগস্ট ফেসবুকে তিনি জানান দেন, এবার নতুন গল্প নিয়ে ভাবছেন। বিষয়টা এখন আর ভাবার মধ্যে নেই, সত্যিই তার নতুন ছবির কাজ শুরু হয়েছে।

এর নাম রাখা হয়েছে ‘ইনার সাউন্ড’। পরিচালকের নিজের বাসা আর পিরেরবাগে পূর্ণদৈঘ্য কাহিনিচিত্রটির দৃশ্যধারণ চলছে গত ১০ আগস্ট থেকে।

গল্পটা স্যাইকোলজিক্যাল ডিজর্ডার এক ব্যক্তিকে ঘিরে। তিন্নি বিভিন্ন চরিত্রের মধ্যে এক্সজিস্ট করেন। তার জীবনের ভিন্ন ভিন্ন সময়ের চিত্র এসে হাজির হয়। প্রযোজনার পাশাপাশি ছবিটিতে অভিনয় করছেন সুমন সোমা ও আশরাফ শিশির। এ ছাড়া আছেন রোকেয়া প্রাচী, সুমন সোমা, ইমরান ইমু, চৈরি এবং মঞ্চের একঝাঁক নিয়মিত মুখ।

বাংলাদেশ সময় : ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এমএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।