ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

আবার চোট পেলেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, আগস্ট ১৬, ২০১৫
আবার চোট পেলেন শাহরুখ শাহরুখ খান

শাহরুখ খান শুটিং করবেন আর চোট পাবেন না, তা কি করে হয়! গত কয়েকটা ছবির বেলায় একই ঘটনা ঘটেছে। আবার এর পুনরাবৃত্তি হলো।

এবার ‘ফ্যান’ ছবির কাজ করতে গিয়ে চোট পেলেন বলিউড বাদশা। টুইটারে তিনি নিজেই দুঃসংবাদটি দিয়েছেন।

তবে চোটটা গুরুতর নয়। দিনভর আর কঠিন দৃশ্যের কাজ করতে গিয়ে আহত হয়েছেন শাহরুখ। এ প্রসঙ্গে গত ১৫ আগস্ট ৪৯ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘দীর্ঘ সময় ধরে কাজ, চোট ও কঠিন শুটিং। তবে কেউই আর কোনোকিছুই আমাকে দমিয়ে রাখতে পারবে না। ’

‘ফ্যান’ তৈরি হচ্ছে শাহরুখ খানের মতো দেখতে এক অন্ধভক্তকে ঘিরে। এতে তিনি অভিনয় করছেন দ্বৈত চরিত্রে। তারকাও তিনি, ভক্তও তিনি। মনীষ শর্মার পরিচালনায় এতে আরও আছেন ইলিয়েনা ডি’ক্রুজ ও বাণী কাপুর। ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ১৫ এপ্রিল। প্রযোজনায় যশরাজ ফিল্মস।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।