ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

প্রামাণ্যচিত্রে ‘রক্তাক্ত ১৫ আগস্ট’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, আগস্ট ১৫, ২০১৫
প্রামাণ্যচিত্রে ‘রক্তাক্ত ১৫ আগস্ট’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম হত্যাকান্ডের ইতিহাস নিয়ে নির্মিত হলো ভিডিও প্রামাণ্যচিত্র ‘রক্তাক্ত ১৫ আগস্ট’। এক ঘণ্টার এই প্রামাণ্যচিত্রটি চলতি মাসেই প্রদর্শিত হবে।



নির্মাতা প্রতিষ্ঠান বঙ্গজ জানাচ্ছেন, এর মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৮ আগস্ট শিল্পকলা একাডেমীতে প্রামাণ্যচিত্রটির মোড়ক উন্মোচন হবে।

‘রক্তাক্ত ১৫ আগস্ট’ পরিচালনা করেছেন মো. আজিজুল হক (আরজু খান), সম্পাদনা দেওয়ান মাসুম রায়হান চৌধুরীর।

নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর জন্য বঙ্গজ দীর্ঘদিন ধরে ইতিহাস ভিত্তিক রচনা ও বিভিন্ন প্রামাণ্যচিত্র নির্মাণ করে আসছে। তারই ধারাবাহিকতায় এটি নির্মিত হয়েছে বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।