ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

জনের ‘বউ’ মেহজাবিন!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, আগস্ট ১৫, ২০১৫
জনের ‘বউ’ মেহজাবিন! জন ও মেহজাবিন

যতো দোষ ওই শেয়ার মার্কেটের! জনের হাতে খালি ব্যাগ (পড়ুন ঝোলা) ধরিয়ে দিয়ে, বাসের ছাদে উঠিয়ে দিয়ে; দিব্যি নিজে ফুলে-ফেঁপে অস্থির! ঘরের বউ ক্ষিপ্ত, এতোগুলো টাকা খোয়া গেলো! থাকবেই না সে আর। থাকেও না।

কোথায় যায়? কোথায় আর, বাপের বাড়ি!

শেষমেষ এ রকম ‘স্বার্থপর, বদমেজাজি’ বউ জুটলো জনের কপালে! বউয়ের নাম মেহজাবিন। একে নিয়েই গল্প। নাটকের নামও ‘বউ’। লিখেছেন ও পরিচালনা করেছেন ইমেল হক। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) থেকে শুরু হয়ে দৃশ্যধারণ এখনও চলছে।

বউ তো চলে গেলো, তারপর? এরা ভেবে বসে থাকে, সাময়িক রাগ। কোথায় আর যাবে, রাগ কমলে ফিরে আসবেই। কিন্তু বউ না, আসে ডিভোর্স লেটার। এখানেই শেষ না, গল্প আরও বাকি আছে। জন-মেহজাবিন তো আছেনই, আরও আছেন মুসাফির সৈয়দ, হিরু খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘন্টা, আগস্ট ১৫, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।