ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

বড়পর্দায় নুসরাত ফারিয়ার প্রথম গান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, আগস্ট ১৫, ২০১৫
বড়পর্দায় নুসরাত ফারিয়ার প্রথম গান (ভিডিও) নুসরাত ফারিয়া/ ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চেয়ারে সাদা মিনিফ্রক পরে বসে আছেন নুসরাত ফারিয়া। মুখ ঢাকা সাদা ওড়নায়।

কয়েক মুহূর্ত পর এলেন ওপারের নায়ক অঙ্কুশ হাজরা। গানে ঠোঁট মেলাতে মেলাতে ওড়নাটা সরিয়ে দিলেন তিনি। বেরিয়ে এলো জনপ্রিয় এই অভিনেত্রীর রূপের ঝলক!

এটি ‘আশিকি’ ছবির ‘তোর আশিকি’ গানের দৃশ্য। গতকাল ইউটিউবে এটি মুক্তি পেয়েছে। রূপ আর নাচে প্রথম গানেই মাতালেন নুসরাত ফারিয়া। ভিডিওতে সারাক্ষণই তার দিকে চোখ আটকে থাকে! সাদার পাশাপাশি নীলা আর কালো রঙা পোশাক পরেও নেচেছেন তিনি।

গানটি গেয়েছেন জুবিন নতিয়াল। এর কথা লিখেছেন প্রসেন, সুর ও সংগীত পরিচালনায় স্যাভি গুপ্ত। দু’জনই ওপার বাংলার। ‘আশিকি’ পরিচালনা করেছেন বাংলাদেশের আব্দুল আজিজ ও কলকাতার অশোক পাতি।

জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনায় আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘আশিকি’। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী।

* ‘তোর আশিকি’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।