ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

ঢাকায় নাচবেন সানি লিওন, গাইবেন আতিফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, আগস্ট ১৪, ২০১৫
ঢাকায় নাচবেন সানি লিওন, গাইবেন আতিফ সানি লিওন ও আতিফ আসলাম

সেপ্টেম্বরেই ঢাকায় আসছেন সানি লিওন। তিনি উষ্ণতা ছড়াবেন মঞ্চে, নাচে।

বসুন্ধরা কনভেনশন সিটিতে হবে এ কনসার্ট। সানির নাচের অনুষ্ঠান করার প্রায় সব আয়োজনই সেরে ফেলেছেন আয়োজকরা। একই মঞ্চে গাইবেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। তবে সানির সঙ্গে নয়, আগে আগে। আতিফ আসলামের গান শেষ হওয়ার পরই মঞ্চে উঠবেন সানি লিওন।

জানা গেছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই এ কনসার্টটি হবে। মূল তারিখটি এখনও জানা যায়নি। অল্প দিনের মধ্যেই আয়োজকরা অফিসিয়ালি ঘোষণা করবেন। তারিখ ঘোষণা না হলে কি হবে! টিকিটের দাম কিন্তু বলে দেয়া হয়েছে বেশ আগেভাগেই। ওই কনসার্টে টিকিট সংখ্যা চার হাজার, চার ক্যাটাগরির। সর্বনিম্ন মূল্যই পড়বে পনেরো হাজার টাকা!

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।