ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

সালমান শাহ’র জন্মবার্ষিকীতে স্মৃতি পরিষদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৪, আগস্ট ১৪, ২০১৫
সালমান শাহ’র জন্মবার্ষিকীতে স্মৃতি পরিষদ সালমান শাহ

প্রয়াত নায়ক সালমান শাহ’র ৪৪তম জন্মদিন ১৯ সেপ্টেম্বর। ওইদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে সালমান শাহ স্মৃতি পরিষদ।

হবে কেক কাটা, আলোচনা, স্মৃতি সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়, এফডিসি চত্বরের উন্মুক্ত মঞ্চে। বরেণ্য মিডিয়া ব্যক্তিত্বসহ টেলিভিশন, চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের শিল্পী, পরিচালক ও প্রযোজকগণ উপস্থিত থাকবেন। তারা অংশ নেবেন সাংস্কৃতিক আয়োজনে।

সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এস এম শফি বলেন, ‘তার জন্মবার্ষিকী পালনের জন্য আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে বিভিন্নক্ষেত্রে যোগাযোগসহ নানা কার্যক্রম শুরু করেছি আমরা। ’

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।