ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

মিলাকে বিয়ে করলেন কুচার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, জুলাই ৬, ২০১৫
মিলাকে বিয়ে করলেন কুচার অ্যাস্টন কুচার ও মিলা কুনিস

বিয়ের আগেই সন্তানের মা-বাবা হয়েছেন, আরেক সন্তান আসছে। এবার আর বাকি রাখলেন না কাজটা।

হলিউডের প্রথম সারির যুগল অ্যাস্টন কুচার ও মিলা কুনিস বিয়ে করলেন চুপিসারে।

পিপল ডটকমকে একটি সূত্র এ খবর দিয়েছে। বিয়েটা নাকি হয়েছে এক সপ্তাহ আগে। অবশ্য গত জানুয়ারিতে বালির ওপর ‘হ্যাপি নিউ ইয়ার লাভ দ্য কুচারস’ লেখা ছবি ফেসবুকে দিয়ে কিছুটা আভাস দিয়েছিলেন ৩৭ বছর বয়সী কুচার। পরে মার্চে ‘দ্য লেট লেট শো’ অনুষ্ঠানে জেমস কর্ডেন প্রশ্ন করেন, ‘আপনি কি বিবাহিতা? আপনি বিয়ে করেছেন?’ উত্তরে ৩১ বছর বয়সী মিলা বলেন, ‘জানি না। হয়তো হবে, হয়তো। ’

১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রচারিত ‘দ্যাট সেভেনটিজ শো’ নাটকে একসঙ্গে অভিনয় করতে গিয়ে কুচার ও মিলার পরিচয় হয়। তবে তারা একে অন্যের প্রেমে পড়েন ২০১২ সালে। গত বছরের ফেব্রুয়ারিতে বাগদান হয় তাদের। এরপর অক্টোবরে কন্যাসন্তান ওয়াইয়াট ইসাবেলের মুখ দেখেন দু’জনে।

কুচার এর আগে হলিউডের আরেক অভিনেত্রী ডেমি মুরকে বিয়ে করেছিলেন। তাদের ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১১ সালে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।