ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

শিমুল খানের নতুন মিউজিক ভিডিও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৬, মে ২০, ২০১৫
শিমুল খানের নতুন মিউজিক ভিডিও শিমুল খান / ছবি : নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্বনামধন্য কন্ঠশিল্পী দিলরুবা খানের মেয়ে শিমুল খান। ইতোমধ্যে ‘এক জনম’, ‘নদী ভরা ঢেউ’, ‘ও বাঁশী রে’সহ বেশকিছু গানের মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন।

গত ঈদে সংগীতা থেকে প্রকাশিত হয় শিমুল খানের প্রথম একক অ্যালবাম ‘এক জনম’। এরইমধ্যে নিজের দ্বিতীয় একক অ্যালবামের তিনটি গানের কাজ শেষ করেছেন। এরমধ্য থেকে একটি গানের মিউজিক ভিডিও করছেন তিনি।

গানের কথা হচ্ছে ‘ও পাহাড়ী বাতাস আঁচল কেন টানিস..’। লুৎফর রহমানের কথায় ও সুরে গানটির সংগীতায়োজন করছেন সোহেল খান। বর্তমানে বান্দরবানের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ হচ্ছে। এটি পরিচালনা করছেন শাখাওয়াত সুজন।

এ প্রসঙ্গে শিমুল খান বাংলানিউজকে বলেন, ‘একটু সময় নিয়ে দ্বিতীয় অ্যালবামটির কাজ করছি। এরইমধ্যে ‘মা’, ‘
ও কোকিলা ও কোকিলা’ ও ‘দুর্মুলের বাজারে প্রেম এত সস্তা নয়’ শিরেনামের গানগুলোর কাজ শেষ করেছি। আর নতুন মিউজিক ভিডিওতে আমার পাশাপাশি বান্দরবানের পাহাড়ী নাচের মেয়েদেরও দেখা যাবে। আশা করি, দর্শক-শ্রোতার এই গানটি পছন্দ করবেন। ’

খুব শিগগিরই দেখা যাবে শিমুল খানের নতুন এই মিউজিক ভিডিওটি।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, ২১ মে, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।