ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

সুইফটের প্রশংসায় রিটা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, মে ২০, ২০১৫
সুইফটের প্রশংসায় রিটা রিটা ওরা ও টেলর সুইফট

নিজের প্রতিদ্বন্দ্বির প্রশংসায় পঞ্চমুখ হলিউডের অভিনেত্রী-গায়িকা রিটা ওরা। টেলরের সঙ্গে রিটার প্রাক্তন প্রেমিক কেলভিন হ্যারিসের সম্পর্ক নিয়ে বিস্তর জল্পনা-কল্পনা রয়েছে।

তবে সেদিকে বিন্দুমাত্র পাত্তা দেন না তিনি। গত বছরে রিটার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই কেলভিনকে দেখা গিয়েছে টেলরের সঙ্গে।  

 

সম্প্রতি এক প্রতিবেদনের দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তিনি নাকি সুইফটের মস্ত বড় ভক্ত। ওই সাক্ষাৎকারে তিনি আরও জানান, ‘আমার মতে টেলর এ প্রজন্মের অন্যতম সেরা গায়িকা। ওর গান আমি খুবই পছন্দ করি।  

 

রিটার মতে, যোগ্য মানুষকে সবসময় সম্মান জানানো উচিত।  

 

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ২০, ২০১৫

বিএসকে/এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।