ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

বিনোদন

কক্সবাজারে গিয়ে ট্র্যাপে শ্যামল-অহনা

স্ট‍াফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, মে ২০, ২০১৫
কক্সবাজারে গিয়ে ট্র্যাপে শ্যামল-অহনা ‘ট্র্যাপ’ নাটকের দৃশ্যে (বাঁ থেকে) আমব্রিন, তানভীর, শ্যামল ও অহনা

আরিয়ান(শ্যামল) ও নিতা (অহনা) বিয়ের পর কক্সবাজারে হানিমুনে যায়। তারা একজন আরেকজনকে খুব ভালবাসে।

কিন্তু বিপত্তি ঘটে তখনি, যখন তানভীর নিতাকে অপহরণ করে। হঠাৎ ঘুম থেকে সকালে ওঠে দেখে নিতা আর বিছানায় নেই। এদিকে আরিয়ানের আগের প্রেমিকা সুজানা (আমব্রিন) হোটেলে আসে। শুরু হয় নতুন ঘটনা। এমনই একটি কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ট্র্যাপ’।  

 

এটি রচনা ও পরিচালনা করেছেন ইভান রেহান। বর্তমানে কক্সবাজারসহ রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ চলছে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শ্যামল মওলা, অহনা, তানভীর ও আমব্রিন।  

 

নাটকটি নিয়ে নির্মাতা ইভান রেহান বাংলানিউজকে জানান, আমার নিজের লেখা এ কাহিনীটি দর্শকরা পছন্দ করবে বলে আশা করছি। প্রত্যেকটি দৃশ্য স্পর্শকাতর। সকলে বেশ ভালো অভিনয় করেছেন।  

 

খুব শিগগিরই যে কোনো টিভিতে প্রচার হবে নাটক ‘ট্র্যাপ’।  

 

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ২১ মে, ২০১৫

এমকে/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।